তুমি আর আমি

শেষ বিকেলের গল্প


tumi r ami


বিকেলটা শান্ত আর নরম ছিলো,
আমি পার্কের এক কোণে বসে ছিলাম, হাতে খোলা ব‌ই ছিলো, কিন্তু মন একেবারে অন্য কোথাও গিয়ে আছে।

হঠাৎ ছায়া এসে পড়লো আমার বুকের উপর,
চোখ তুলে দেখলাম.... সে আমার সব স্বপ্নের মানুষ।

কি পড়ছো?  __সে হেঁসে বললো।
আমি ব‌ইটা একটু সামনে করে দিলাম, অথচ আসলেই মনটা তার দিকে আটকে আছে।

আমি বললাম? কিছু না, শুধু সময় পার করছি।
তারপর সে আমার পাশে এসে বসলো,
হাঁটুর উপর হাত রেখে।

শব্দহীন মুহূর্তে সবকিছু বলা হয়ে গেছে, 
আমাদের দুজনের মাঝে। 
চুপচাপ চোখ মিলিয়ে থাকা,
হালকা হাওয়ায় তার চুলের ছোঁয়া।
সবকিছু যেনো একটি ছোট গল্পের মতো মনে হচ্ছে।

"তুমি জানো"? ___সে হঠাৎ বললো, আমার দিনগুলো তোমার হাঁসি ছাড়া অসম্পূর্ণ।

আমার হৃদয় তখন এক সুরে ঝড়, ধড় ধড় করছিলো।
আমি শুধু বললাম? ___আমিও তোমাকে" এই - রকমই, অনুভব করি। 


সেইদিন পার্কের ছোট বেঞ্চে বসে, আমরা অনেক গল্প করলাম।
রোদ আর ছায়ার খেলা, মানুষের চিৎকার, 
সবকিছু যেনো আমাদের চারপাশে নিশ্চুপ হয়ে গেছে।

আমাদের ভালোবাসা চুপচাপ, 
কিন্তু পৃথিবীর শক্তিশালী ভাষায় কথা বলছি আমরা দুজনে? 

বিকেলটা রাত হয়ে গেল, 
আমরা হাত ধরে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম‌।

আমাদের চোখে আরেক ধরনের আলো, যা আবেগ, মায়া, সম্মানে ভরপুর, 
যা শুধু আমাদের দুজনেরই।




বিঃদ্রঃ-  গল্প কাহানি ও চরিত্র - কাল্পনিক। 
প্রেমিক ও প্রেমিকার মনের ভাব প্রকাশ করা হয়েছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url