তাহলে তুমি আমার পৃথিবী
শীতল সন্ধ্যায় নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল তারা দুজন।
নরম বাতাসে তার চুল উড়ছিল, আর সে চুপচাপ তাকিয়ে ছিল তার চোখে।
হঠাৎ সে বলল,
জানো, তোমাকে দেখলেই মনে হয়-পৃথিবীটা একটু বেশিই সুন্দর হয়ে যায়।
সে হেসে বলল,
তাই নাকি? তাহলে তুমি আমার পৃথিবী।
চাঁদের আলো নদীর জলে ঝিলমিল করেছিল,
সেই আলোয় তাদের হাত দুটো ধীরে ধীরে এক হয়ে গেল।
কোন বড় প্রতিশ্রুতি নয়, কোন নাটকীয় কথা নয়।
শুধু ছিল নীরব ভালোবাসা, যা শব্দ ছাড়াই সব বলে দিচ্ছিল।
ভালোবাসা অনুভব করার এক মহামায়া।
