রোমান্টিক গল্প

 


(গল্প ১)

শেষ বিকেলের রোদ

রোদটা তখন নরম আর সোনালি, শেষ বিকেল।

সে চুপচাপ দাঁড়িয়ে ছিল পুরনো রেলস্টেশনের পাশে।

আমি দূর থেকে দেখছিলাম, বাতাসে তার চুল গুলো উড়ছে। 

তুমি আসবে আমি জানতাম, .....বললো সে, মৃদু হাসিতে।

আমি কিছু বলিনি শুধু তার হাতটা ধরলাম।

তার আঙুলের ভিতর আঙুল গলে গেল, ঠিক যেমন রোদটা গলে যাচ্ছিল আকাশে। 

সে হেঁসে বলল' তুমি কি জানো? পৃথিবীর সব ভিড়ের মধ্যে আমি শুধু তোমাকেই খুঁজি। 

আমার হৃৎপিণ্ড তখন যেনো নিজের ভাষায় উত্তর দিলো,

আমিও - সবসময় তোমায় খুঁজি। 

ট্রেনের হুইসেল বাজল, রোদটা আর‌ও ফিকে হয়ে এলো।

কিন্তু সেই মুহূর্তেটা.....

চিরকাল রঙিন হয়ে থেকে গেল আমাদের দুজনের চোখে।



(গল্প ২)

চুপচাপ ভালোবাসা

রাতের আকাশে চাঁদ উঠেছে।
বারান্দায় বসে আমি চাই খাচ্ছি, হাতে থাকা চায়ের কাপে উষ্ণ ধোঁয়া উড়ছে।
ফোনে হঠাৎ মেসেজ এলো - তুমি কি জেগে আছো?

আমি হাসলাম।
হয়তো সেও এই মুহূর্তে আকাশের চাঁদ দেখছে, আর আমাকেই ভাবছে। 
শব্দে নয়,  চোখের ভাষায়...... আমরা অনেক কথা বলি।

ভালোবাসা কখনো উচ্চস্বরে আসে না,
চুপচাপ এসে বসে হৃদয়ের এক কোণে..., 
ঠিক এই মুহূর্তের মতো ....... যেখানে আমরা দুজন আছি, এক‌ই আকাশের নিচে - অথচ দূরে।

Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous 10 August 2025 at 09:47

    তাকে আজ‌ও ভুলতে পারিনি।
    সুখে থেকো #মায়া

    • Shagor
      Shagor 13 August 2025 at 12:28

      Hm

Add Comment
comment url