ভালোবাসার কবিতা

রোমান্টিক কবিতা 

bangla kobita
Ls Diaries



১. তুমি?

> তুমি কাছে এলে, 

সব শব্দ থেমে যায়।

মনে হয়,  __এতোদিন যে সুখ খুঁজছিলাম,

সেটা তো তোমার চোখেই ছিলো।


২.  একটা বিকেল?

 > একটা বিকেল,

হাতে এক কাপ চা ___ তুমি যদি পাশে থাকতে।

হয়তো পৃথিবীটা, এইভাবে থেমে যেতো।


৩. তোমার গন্ধ? 

> তোমার গন্ধ লেগে আছে আমার হাতে,

হয়তো শেষবার হাত ধরার মুহূর্তটা

চিরকাল থাকবে আমার সঙ্গে।


৪. দূরত্ব? 

> তুমি অনেক দূরে,

তবুও প্রতিটা রাতে, আমার বালিশে তোমার কথাই ঘোরে। 


৫. নিঃশব্দ?

> তুমি কিছু না বললেও,

আমি শুনে ফেলি তোমার ভালোবাসা।

এটাই আমাদের ভাষা ___ 

নিঃশব্দ, কিন্তু গভীর। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url