বাসের অচেনা মানুষটা
![]() |
Ls Diaries |
আজ সকালে অফিসে যাওয়ার সময়, আমি আগের মতোই লোকাল বাসে উঠলাম। ভীষণ ভিড়, দাঁড়ানোর মত জায়গা নেই।
হঠাৎ দেখি, এক অচেনা ভদ্রলোক পাশ থেকে বললেন..?
আপনি এখানে দাঁড়ান, আমি একটু সরে যাচ্ছি।
আমি অবাক হয়ে তাকালাম। আজকের দিনে যেখানে সবাই নিজের জায়গা বাঁচাতে ব্যস্ত,
সেখানে একজন অচেনা মানুষ নিঃস্বার্থ ভাবে জায়গা করে দিলেন।
অফিসে পৌঁছানোর পরও মাথায় সেই ঘটনাই, ঘুরপাক খাচ্ছে।
হয়তো তার কাছে ব্যাপারটা ছোট ছিলো,
কিন্তু আমার কাছে দিনটা খুব সুন্দর ছিলো।
আমি বুঝলাম....? মানুষের ছোট একটি ভালো ব্যবহার,
অন্যের পুরো দিনের মেজাজটা পাল্টে দিতে পারে না।
🌼 >> মোড়াল এটাই বুঝায় (প্রতিটা মানুষের উচিত, উত্তম আচরণ ও ভালো ব্যবহার করা। তাহলে জীবন সুন্দর হবে?)