চা দোকানের আড্ডা
![]() |
Ls Diaries |
আজকে হঠাৎ পুরোনো এক বন্ধুর সঙ্গে রাস্তার পাশে চায়ের দোকানে দেখা হলো।
আমরা দুজনে চা খেতে খেতে স্কুল জীবনের গল্প শুরু করলাম।
মনে হলো, চায়ের দোকানটা যেনো টাইম মেশিন, যেখানে পাঁচ মিনিটে আবার শৈশবে ফিরে গেছি আমরা।
📌 জীবনের সবচেয়ে দামী মুহূর্তগুলো অনেক,
সময় এক কাপ চায়ের সঙ্গেই লুকিয়ে থাকে?