ভুলে যাওয়া ফুল
বাড়ির বারান্দায় হঠাৎ দেখি, শুকিয়ে যাওয়া টবের ভেতর - ছোট একটা ফুল ফুটেছে।
অথচ যে গাছটা কে, আমি প্রায়ই মরে গেছে ভেবে ফেলে দিতে চেয়েছিলাম। সেই আবার প্রাণ ফিরে পেল?
🌷 এতে আমাদের শিখায় - যে আশা যতদিন বেঁচে থাকে, ততদিন নতুন কিছু শুরু সম্ভব।