অচেনা শুভেচ্ছা
![]() |
Ls Diaries |
রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ এক ছোট বাচ্চা হাত নেড়ে বলল? আসসালামু আলাইকুম ভাই।
আমি অবাক হয়ে তাকালাম, তাকে তো চিনিই না।
তবুও তার সেই নির্দোষ হাঁসি আর শুভেচ্ছা আমার
মন ভালো করে দিলো।
👉🏼 অচেনা মানুষও কখনো কখনো আপনার দিনের আলো হয়ে উঠে।