অঘোষিত ভালোবাসা

Ohgosito valobasha
Ls Diaries

মেয়েটির নাম ছিলো (সায়রা), প্রতিদিন সে বাসে করে কলেজে যেতো।  ঠিক সামনের সিটে বসতো এক চুপচাপ ছেলে, নাম আরাফাত।

ছেলেটি কখনও কিছু বলতো না, শুধু বই খুলে পড়তো।

অথচ সায়রা বুঝতে পারতো, ব‌ইয়ের পাতার আড়ালে চোখ মাঝে মাঝে তার দিকে‌ই ঘুরে যায়।

দিনগুলো যেতে লাগল। একদিন বাসে ভীষণ ভীড় ছিলো। সায়রা দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়ছিল। 

হঠাৎ পেছন থেকে কেউ আস্তে করে বললো, আপনি চাইলে আমার সিটে বসতে পারেন। 

চোখ তুলে দেখলো, আরাফাত। প্রথমবার দু'জনের  চোখে চোখ পড়ল। সেইদিন থেকে তাদের নিরবতা ভাঙ্গলো।

প্রতিদিনের সেই বাসযাত্রা ধীরে ধীরে বন্ধুত্ব রুপ নিল। বন্ধুত্ব থেকে জন্ম নিলো অদ্ভুত এক অনুভূতি, যেটার নাম ভালোবাসা। 

কেউ কাউকে প্রোপোজ করেনি, তবুও দুজনের মনে এক‌ই কথা... তুমি থাকলেই যাত্রাটা সুন্দর হয়ে উঠে।


Previous Post
No Comment
Add Comment
comment url